বুধবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

পুলিশ কর্মকর্তা কামরুল ও মনিরুল গ্রেড-১ এ উন্নীত হলেন

গ্রেড-১ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার দুই কর্মকর্তাকে । তাঁরা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান ও বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ও বিশেষ শাখা প্রধানের পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১ হিসেবে পদোন্নতি দেওয়া হলো।