৮ জনের মামলায় রায় আজ ঘোষণা করা হবে মানি লন্ডারিং মামলায় কথিত যুবলীগের নেতা জি কে শামীমসহ। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই রায় ঘোষণা করবেন।
মামলার অন্য আসামিরা হলেন মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।
২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে রাজধানীতে নিজবাসা থেকে জি কে শামীমকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও অস্ত্রও উদ্ধার করা হয়।
এ ঘটনার পর অস্ত্র আইনে, মানি লন্ডারিং আইনে এবং মাদক আইনে গুলশান থানায় তিনটি মামলা করে র্যাব। এরমধ্যে মানি লন্ডারিং আইনের মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৪ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর একই বছরের ১০ নভেম্বর আসামিদের নামে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
এর আগে, অস্ত্র আইনের মামলায় ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর জি কে শামীমসহ আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম।