প্রতিবন্ধী এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়া উপজেলায় ।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি সেতুর উপর এ ঘটনা ঘটে বলে ১৪ এপিবিএনের সহ অধিনায়ক, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান।
নিহত মো. আসাদুল্লাহ (৩৫) উখিয়ার ২০-এক্সটেশন নম্বর রোহিঙ্গা শিবিরের প্রয়াত মো. ছিদ্দিকের ছেলে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, রাতে লাল পাহাড়ের পথ দিয়ে ১০/১৫ জন সন্ত্রাসী এসে আসাদুল্লাহকে নিজ ঘর থেকে তুলে নতুন ব্রিজের উপর নিয়ে যায়। সেখানে কুপিয়ে ও গলায় গুলি চালিয়ে তাকে হত্যার পর পালিয়ে যায় সন্ত্রাসীরা।
এপিবিএন খবর পেয়ে বিষয়টি উখিয়া থানার পুলিশকে জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সুপার বলেন, “সন্ত্রাসীদের তথ্য প্রতিপক্ষকে জানিয়ে দেওয়ার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও ধরতে অভিযান চলছে।”