দৈনিক বাংলাবন্ধু

১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ / ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দৈনিক বাংলাবন্ধু

বিজ্ঞাপনের জন্য বরাদ্ধ

শিরোনামঃ

ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার অক্সিজেন ও বালুছড়া থেকে || অল্পের জন্য রক্ষা পেল এয়ার এরাবিয়ার ১৯৮ যাত্রী চট্টগ্রাম বিমান বন্দরে || পাইলটের মৃত্যু প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত,কর্ণফুলীতে || ভারত তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী : পররাষ্ট্রমন্ত্রী || ধর্ষণ বিয়ের প্রলোভনে, ৯ বছর পলাতক থাকার পর মীরসরাইয়ে ধরা || ডেভিড মিল নতুন রাষ্ট্রদূত হচ্ছেন চলে যাচ্ছেন পিটার হাস || ড. ইউনূসকে আপিল করতে হবে ৫০ কোটি টাকা জমা দিয়ে || পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ল ভারতে কৃষকদের দিল্লি চল যাত্রায় || ১৪৪ ধারা ভাঙবে ১০ জন মিছিল করে || সংশয় ভয় দেখিয়ে বাজার নিয়ন্ত্রণ নিয়ে || একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট ব্যক্তি || ইসরাইলি হামলায় নিহত ২৮,৪৭৩ গাজায় || আজ ভালোবাসার দিন ,আজ বসন্ত || ‘পুড়িও না, পড়’ কর্মসূচিতে কুরআন বিতরণ নেদারল্যান্ডসে || গণতন্ত্র উপভোগ করছে এখন,দেশের মানুষ : প্রধানমন্ত্রী || প্রধানমন্ত্রী শাহবাজ, জারদারি রাষ্ট্রপতি পাকিস্তানের || জামিন শুনানি আজ ফখরুল-আমীর খসরুর || মার্কিন পররাষ্ট্র দপ্তর ড. ইউনূসের বিচার নিয়ে যে আহবান জানাল || স্বর্ণখনিতে ধস নিহত ৫৪ ফিলিপাইনে || ভালোবাসা দিবসের টেলিফিল্ম -একগুচ্ছ নাটক ||
প্রশাসন

তিনজন গ্রেপ্তার র‌্যাব পরিচয়ে অপহরণচেষ্টা গভীর রাতে রাজধানীতে ,

গাড়ি থামিয়ে দুজনকে অপহরণের চেষ্টার ঘটনায় র‌্যাব সদস্য পরিচয় দেওয়া তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর মহাখালী ফ্লাইওভারে। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে বনানী থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।
advertisement

ওসি বলেন, র‌্যাব সদস্য পরিচয় দিয়ে মহাখালী ফ্লাইওভার থেকে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টা করা হয়। এ ঘটনার ভুক্তভোগী শহিদুল ইসলাম নামে একজন বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
advertisement 4

গ্রেপ্তার তিনজনের মধ্যে মুমিনুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন গাড়িচালক ও অন্যজন মুমিনুলের আত্মীয়। তাদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

গতকাল দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তি প্রাইভেটকারে করে যাচ্ছিলেন। তারা রাত ২টার দিকে মহাখালী ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছায়। এ সময় পেছন থেকে একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে।

ওই গাড়িতে থাকা চারজন নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেন। প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে হাতকড়া পরায় তারা। সেখানে তাদের মারধরও করা হয়। র‍্যাব সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিদের সন্দেহ হলে ভুক্তভোগীরা চিৎকার শুরু করেন। চিৎকার শোনে পথচারীরা এসে তাদের থামান এবং পুলিশকে খবর দেন। 

এরই মধ্যে চক্রটির এক সদস্য পালিয়ে যান। তবে তাদের একজনকে সেখানে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *