বুধবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

হাইকোর্টে জামিন চট্টগ্রাম বিএনপির শতাধিক নেতাকর্মীর

চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, মহানগরের আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ ১০২ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায়।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে গত ১৬ জানুয়ারি বিকেলে দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ আহ্বান করা হয়। এদিন যুবদলের একটি মিছিল থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ওইদিন দিবাগত রাতে কোতোয়ালী থানায় চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপির ১০২ জন নেতাকর্মী বুধবার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।