বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বিপুল প্রাণহানির ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে । এ জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্ব ঘোষিত শান্তি সমাবেশ স্থগিত এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ‘তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে’ পদযাত্রা কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
advertisement
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলার সমাদ্দার বাপ্পির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শোক দিবস পালন উপলক্ষে পল্লবীতে বৃহস্পতিবারের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে।