বুধবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

দুইজনের মৃত্যু চবি শাটল ট্রেনে কাটা পড়ে

 দুইজনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনে কাটা পড়ে।

আজ রবিবার (২৫ জুন) বিকেলে নগরীর অক্সিজেন মোড়ের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজিয়া বেগম (৬৮) ও মো. সাহিল (৮)।

তারা বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় পাঠান পাড়ায় ভাড়া থাকতেন বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম।

তিনি জানান, ক্যাম্পাস থেকে বিকেল ৪টায় ছেড়ে আসা শাটল ট্রেন অক্সিজেন এলাকায় পৌঁছালে ২ জন কাটা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা পড়া দুইজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।