বৃহস্পতিবার , ২৫শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
×

৩৫ হাজার টন আলু আমদানি শুরু হিলি বন্দর দিয়ে আসবে

আলু আমদানির অনুমতি পেয়েছেন হিলির ৫০ আমদানিকারক ৩৫ হাজার টন । ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হবে এই আলু। দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আবারও আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার।

ইতিমধ্যে, শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে হিলি চেকপোস্ট দিয়ে ২৫ টন আলু নিয়ে মেসার্স মুক্ত এন্টারপ্রাইজের একটি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।

পর্যায়ক্রমে এদিন আরও তিন ট্রাক আলু আমদানি হতে পারে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠানটি।

দিনাজপুর হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি কারক এসোসিয়েশন এর সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, হিলিস্থল বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।