বুধবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ১ রেয়াজুদ্দিন বাজারে

 ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ নগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজুদ্দিন বাজারস্থ রিজোয়ান কমপ্লেক্সের ২য় তলা শাহ আমানত মোবাইল লেমেনেটিং সেন্টার নামক দোকানে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

ধৃত আসামির নাম মোঃ আবছার (৪২)। আবছার সাতকানিয়ার ৫নং ওয়ার্ডের মায়ার বউ বাড়ীর মোজাহের আহমদের পুত্র।

এ সময় তার হেফাজত হতে ৪টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ বিষয়ে নগরীর কোতোয়ালী থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার এসআই মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার করা মোবাইল ফোনগুলো হলো ১টি Sumsung ব্রান্ডের মোবাইল ফোন, ১টি Nokia ব্রান্ডের মোবাইল ফোন, ১টি OnePlus ব্রান্ডের মোবাইল ফোন ও ১টি Sumsung ব্রান্ডের মোবাইল ফোন।