বুধবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
×

ধর্ষণ বিয়ের প্রলোভনে, ৯ বছর পলাতক থাকার পর মীরসরাইয়ে ধরা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) বিয়ের প্রলোভনে দেখিয়ে ধর্ষণ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে মীরসরাই থেকে গ্রেপ্তার করছে।

আজ শুক্রবার সকালে র‌্যাব-৭ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গতকাল (৯ মে) দুপুর সাড়ে ৩ টার দিকে জোরারগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২০১৪ সালে জোরারগঞ্জ থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে মামলার সূত্র ধরে ৯ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে ধরতে সক্ষম হয় তারা।

নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলায় ৬৫২/১৪, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)/৩০। আদালত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।