র্যাব-৭ দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার করেছে মীরসরাই থানার ২টি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সালাহ উদ্দিনকে ।
মো. সালাহ উদ্দিন (৪৮) একই থানার ডোমখালী এলাকার আমির আহাং মৌলভীর ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, মীরসরাই থানার ২টি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সালাহ উদ্দিন নগরীর চাদগাঁও থানার কালুরঘাট এলাকায় অবস্থান করছে-এ তথ্য পেয়ে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মো. সালাহ উদ্দিন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২২ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।